তিন ইচ্ছের কথা জানালেন সাবিলা নূর
রূপকথার আলাদিনের জাদুর চেরাগের কথা মনে পড়ে? ওই চেরাগ ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দৈত্য বেরিয়ে এসে তিনটি ইচ্ছাপূরণের প্রতিশ্রুতি দিয়ে বলে- ‘হুকুম করুন, হুজুর’। তার কাছে তিনটি ইচ্ছের কথা জানালেই বাস্তবায়ন হয়ে যায় নিমিষে!
তারকারাও যদি সেই চেরাগ পেতেন তাহলে কোন তিনটি ইচ্ছে পূরণ করতে চাইতেন? জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের সঙ্গে আলাপকালে নিজের তিন ইচ্ছের কথা জানালেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।
প্রথম ইচ্ছে
আলাদিনের জাদুর চেরাগ পেলে চাইব আমার বাবা-মায়ের সঙ্গে যেন সুন্দর সময় কাটাতে পারি। শুধু সুন্দর সময় নয় সুখে-দুঃখে-আনন্দে অর্থাৎ সবসময় যেন পরিবারের সঙ্গে থাকতে পারি।
দ্বিতীয় ইচ্ছে
আমার যারা ভক্ত রয়েছে, যারা আমার কাজকে এবং আমাকে পছন্দ করে তাদের যেন আমি আরও বেটার বুঝতে পারি। তারাও যেন আমাকে বেটার বুঝতে পারেন। আর তাদের যেন কখনও আমি হতাশ না করি।
তৃতীয় ইচ্ছে
যেসব ভালো ভালো চরিত্র রয়েছে সেসব চরিত্রে আমি অভিনয় করতে চাই। সেটা নাটকে হোক কিংবা অন্য যে কোনও প্ল্যাটফর্মে হতে পারে।