দেশজুড়ে

তিন ঘণ্টার ভয়াবহ আগুনে পুড়ে ছাই বাবুরহাটের ৮০ দোকান

দেশের বৃহত্তর পাইকারি কাপড়ের হাট ঐতিহ্যবাহী নরসিংদী শেখেরচর বাবুরহাট বাজারের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

রোববার (২৯ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে বাবুরহাটের শেখেরচর বাজার বণিক সমিতির অফিস-সংলগ্ন গলি এলাকায় এ আগুন লাগে।

সোমবার (৩০ অক্টোবর) রাত প্রায় সোয়া ২টার সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গেছে।

শেখেরচর বাজার ( বাবুরহাট) বণিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘কমপক্ষে ৮০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গলির বৈদ্যুতিক খুঁটিসহ ল্যাম্পপোস্ট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি।

জেলা প্রশাসক ড. বদিউল আলম এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন। এ কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে ঘটনার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d