কক্সবাজার

তিন বছর পর তোলা হচ্ছে সেই তিমির কংকাল

তিন বছর আগে ২০২১ সালের এপ্রিল মাসে ভেসে আসা সেই মরা তিমির কংকাল অবশেষে সৈকত থেকে তোলা হচ্ছে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গতকাল মঙ্গলবার দুপুরে সেই মরা তিমির কংকালের সন্ধানে হিমছড়ি সৈকতে খনন কাজ শুরু করেন। অবশেষে রাত সাড়ে ৮টায় তিমিটির কংকালের সন্ধান পান তারা।

আজ বুধবার (২৪ জানুয়ারি) দিনের বেলায় কংকালগুলো সৈকতের মাটি থেকে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. তৌহিদা রশীদ।

তিনি জানান, গবেষণার উদ্দেশ্যে তিমিটির কংকাল বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে (বোরি) সংরক্ষণ করা হবে। এটি দর্শনার্থীদের জন্যও উন্মুক্ত থাকবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১০ এপ্রিল সামুদ্রিক জোয়ারের সাথে ৪৪ ফুট দীর্ঘ এ মরা তিমিটি হিমছড়ি সৈকতে ভেসে আসে। এরপর বনকর্মীরা তিমিটি সৈকতেই পুঁতে ফেলে। এর আগের দিন ৯ এপ্রিল হিমছড়ি সৈকতের চার কিলোমিটার উত্তরে দরিয়ানগর সৈকতে আরও একটি মরা তিমি ভেসে আসে। ৪৮ ফুট দীর্ঘ সেই মরা তিমিটিও ঘটনাস্থলের অদূরে সৈকতেই পুঁতে ফেলা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীর বনকর্মকর্তা (ডিএফও) সারওয়ার আলম জানান, তিমি দুটোর কংকাল গবেষণার উদ্দেশ্যে সংরক্ষণের জন্য বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ও চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ বন মন্ত্রণালয়ে আবেদন করেছেন। এরই প্রেক্ষিতে তিমি দুটোর কংকাল প্রতিষ্ঠান দুটিকে বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে বোরির বিজ্ঞানীরা তাদের জন্য বরাদ্দকৃত তিমিটির কংকাল উত্তোলনের কাজ শুরু করলেও সিভাসু এখনও শুরু করেনি।

উল্লেখ্য, গত বছর ১৮ এপ্রিল রাতে কলাতলী সৈকতেও একটি মরা তিমি ভেসে আসে। পরে তিমিটি সেখানেই পুঁতে ফেলা হয়। এই তিমিটিও একই জাতের ছিল বলে জানান বিজ্ঞানীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d