ত্রাণ সহায়তা দিতে ফেনী যাচ্ছে চীনা প্রতিনিধিদল
বন্যাদুর্গতদের সহায়তা দিতে ফেনী যাচ্ছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের একটি প্রতিনিধিদল।
আগামীকাল রোববার (২৫ আগস্ট) চীনা প্রতিনিধিদলের সদস্যরা ফেনী সফর করবেন।
ঢাকাস্থ চীনা দূতাবাস সূত্র জানায়, বন্যাদুর্গতদের সহায়তার লক্ষ্যে চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর এবং ডেপুটি চিফ অব মিশন লিউ ইউয়িনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফেনী সফর করবে। দলটি রোববার দুপুর ২টার দিকে ফেনী জি এ একাডেমিতে ত্রাণসামগ্রীর অনুদান হস্তান্তর করবে।
এছাড়া আগামী ২৬ আগস্ট ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রেড ক্রিসেন্ট সোসাইটি অব চায়নার পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে নগদ অনুদান হস্তান্তর করবেন।
উল্লেখ্য, বাংলাদেশের ১১টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় লাখ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন সংস্থা।