পার্বত্য চট্টগ্রাম

থানচির গভীর খাদে মালবাহী ট্রাক, নিহত ১

বান্দরবানের থানচি সড়কের জীবননগরে মালবাহী ট্রাক দুই হাজার ফুট গভীর খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন গুরুতর আহত হয়েছেন। তবে এখনো হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে থানচি উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, থানচি উপজেলা সদরে সীমান্ত অবকাশ রিসোর্টের বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। সেখানে টাইলস স্থাপনের জন্য মালামাল নিয়ে শুক্রবার সন্ধ্যায় গাড়ি চালকসহ মোট পাঁচজন বান্দরবান সদর থেকে থানচির উদ্দেশে রওনা দেন। পরে ট্রাকটি থানচি সড়কের জীবননগর এলাকায় পৌঁছালে দুই হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। এতে একজন নিহত ও চারজন গুরুতর আহত হন।

উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. ইসমাইল জানান, ট্রাকটি প্রায় দুই হাজার ফুট গভীর খাদে পড়েছে। হতাহতদের উদ্ধারের প্রক্রিয়া চলছে। গুরুতর আহতদের সঙ্গে কথা বলা যাচ্ছে না। তাই এখনো নাম-পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d