দক্ষিণের পথে শঙ্কা, শহরে নামবে গাড়ি
দক্ষিণের পথে শঙ্কা, শহরে নামবে গাড়ি
বিএনপি জামায়াতের ডাকা তিনদিনের অবরোধেও রাস্তায় গাড়ি চলাচল করবে বলে জানিয়ে চট্টগ্রামের পরিবহন সংগঠনগুলো। একইসঙ্গে রাস্তায় গাড়ি ভাঙচুর, আগুন সন্ত্রাসের ঘটনা ঘটালে তার দায় ওই এলাকার বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নিয়ে ক্ষতিপূরণ দিতে হবে বলেও হুঁশিয়ার করেছেন তারা। তবে, ভাঙচুর-জ্বালাও পোড়াওয়ের শঙ্কায় দক্ষিণের নেতারা।
সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন ও চট্টগ্রাম-দক্ষিণাঞ্চল-কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. মহিউদ্দিন।
চট্টগ্রাম-দক্ষিণাঞ্চল-কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. মহিউদ্দিন সিভয়েসকে বলেন, আগামীকালের অবরোধে গাড়ি চলাচলের জন্য সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমাদের চালকেরা নিজ দায়িত্বে রাস্তায় গাড়ি নিয়ে নামবেন।
দক্ষিণের বাস মালিকরা অবরোধে নিয়ে শঙ্কিত হলেও মেট্রোপলিটন এলাকার বাস সমিতির নেতারা গাড়ি নামাতে অনড় অবস্থানে। মেট্রপলিটন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বলেন, আমরা এই হরতাল অবরোধ মানিনা। আমাদের বাস স্বাভাবিক সময়ের মত চলবে। চট্টগ্রাম শহরে নিরাপত্তার ব্যাপারে আমরা নিশ্চিত। যে এলাকার বাস ভাংচুর হবে সেই এলাকার জামাত বিএনপি কমিটিকে এই ক্ষতিপূরণ দিতে হবে।
এদিকে রেল যোগাযোগের ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে বলছে রেলওয়ে পূর্বাঞ্চল। যাত্রাপথে প্রতিটি ট্রেন স্টেশনে প্রবেশের আগে পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ের স্টেশন মাস্টার জাফর আলম।
তিনি বলেন, আগামী তিন দিনের অবরোধে সময় আমাদের সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনপ্রকার বিশৃঙ্খলা হবার সম্ভাবনা দেখা দিলে প্রশাসনকে জানানো হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক সিভয়েসকে বলেন, চট্টগ্রাম নগরে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টহল পুলিশের বাড়ানোর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বিভাগের সদস্যরা কাজ করছেন। জনগণের চলাচলে কোন ধরনের প্রতিবন্ধকতা সহ্য করা হবে না, পুলিশ আইনুযায়ী ব্যবস্থা নেবে।