দর্শক চাহিদায় ‘মুজিব’ এর হল শো বেড়েছে, ভারতে শুরু প্রচারণা
মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতোটা ইতিবাচক সাড়া হয়ত সংশ্লিষ্টরাও প্রত্যাশা করেননি, যেমনটা এখন মিলছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির ঝুলিতে। কেননা এর প্রথম ট্রেলার যখন প্রকাশ্যে এসেছিল, তখন দর্শকের সন্তুষ্টি দূরের কথা, বরং সমালোচনার শিকার হয়েছিল। তবে পুরো সিনেমায় যে নির্মাতা ও অভিনয়শিল্পীরা ছক্কা হাঁকিয়েছেন, তা আপাতত স্পষ্ট। দর্শকদের কেউ হল থেকে বের হচ্ছেন ভেজা চোখে, কেউ আপ্লুত মনে, মুগ্ধতা প্রকাশ করতে করতে।
গত ১৩ অক্টোবর দেশজুড়ে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মুজিব’। এরপর থেকেই চলছে এর কেন্দ্রীয় চরিত্রের শিল্পী আরিফিন শুভর বন্দনা। সঙ্গে তাক লাগিয়েছেন বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা। এছাড়া অন্যান্য চরিত্রের শিল্পীরাও যার যার জায়গায় প্রশংসা পাচ্ছেন।
দর্শকের বিপুল সাড়ায় দ্বিতীয় সপ্তাহে আরও কিছু হল বাড়ে ‘মুজিব’র। কিন্তু তাতেও টিকিটের সংকুলান হচ্ছে না। দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের প্রায় সবগুলো শাখাতেই হাউজফুল যাচ্ছে ছবিটি। এমতাবস্থায় শো সংখ্যা বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া। তিনি বলেন, ‘টিকিট সংকটের কারণে সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় শো বাড়ানো হয়েছে। এখন থেকে বসুন্ধরা, ধানমন্ডি, মহাখালী, মিরপুর ও চট্টগ্রাম শাখায় প্রতি দিন ৬টি শো প্রদর্শিত হবে। অন্যদিকে বিজয় সরণি শাখায় দুটি এবং রাজশাহী শাখায় একটি শো চলবে।’
শুধু দেশের মাল্টিপ্লেক্স নয়, একই অবস্থা প্রায় দেশের সমগ্র সিনেমা হলেই। দর্শক চাহিদা বাড়ায় মুক্তির দুইদিন না যেতেই ১৫৩ থেকে ১৬১ সিনেমা হল পায় ‘মুজিব’। দ্বিতীয় সপ্তাহে এসে সেই সংখ্যা হয়েছে ১৬৪, বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড বলে জানাচ্ছে পরিবেশনা প্রতিষ্ঠানটি।
এদিকে দেশে যখন ‘মুজিব’ সিনেমার জয়জয়কার চলছে, তখন ভারতেও শুরু হয়েছে প্রচারণা। কেননা আগামী ২৭ অক্টোবর দেশটিতে মুক্তি পাচ্ছে ছবিটি। ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ইতোমধ্যে ‘মুজিব’র পোস্টার লাগানো হয়েছে। সেই স্থিরচিত্র শেয়ার করে পর্দার বঙ্গবন্ধু তথা আরিফিন শুভ জানিয়েছেন, ভারতে হিন্দি ও বাংলা দুটি ভাষায় মুক্তি পাবে ছবিটি।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।
এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। অন্যদিকে শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী অভিনয় করেছেন।