দাউদ কিমের স্বপ্নপূরণ, কোরিয়ায় বানালেন ‘আল্লাহর ঘর’
অবশেষে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার এবং ধর্মপ্রাণ মুসলিম দাউদ কিমের। বহু বাধা-বিপত্তি পেরিয়ে দক্ষিণ কোরিয়ার ইনচিওনে একটি মসজিদ নির্মাণ করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় দাউদ কিমা এক ভিডিওতে ইয়ংজং দ্বীপে মসজিদ উদ্বোধনের কথা জানান। ঘুরেফিরে সেই মসজিদটি দেখানোর পাশাপাশি তাকে সাহায্যকারী দলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন কিম।
কিম তার অনুসারীদের নিজের লক্ষ্য এবং স্বেচ্ছাসেবাকে সমর্থন করার জন্য উৎসাহিত করেছেন। তিনি মসজিদ উদ্বোধনের মুহূর্তগুলোও শেয়ার করেছেন, যেখানে কিমসহ অন্য অনেকে প্রার্থনা করেছেন।
অবশ্য এই মসজিদ নির্মাণের আগে কম সমস্যার মুখে পড়তে হয়নি কিমকে। প্রথমে অনুদানের ১ লাখ ৩৬ হাজার ৫০০ ডলার দিয়ে মসজিদের জন্য জমি কেনেন তিনি। এরপরই মসজিদ তৈরি নিয়ে ইনচিওনের স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার সম্মুখীন হন তিনি। ফলে জমির মালিক চুক্তিও বাতিল করেছিলেন।
তবে সব বাধা পেরিয়ে সেই মসজিদ নির্মাণের কাজ শেষ করতে পারলেন কিম। তাই তো সন্তুষ্টি প্রকাশ করে লিখেছেন, আলহামদুলিল্লাহ, অবশেষে আমি এটি করতে পেরেছি। আপনাদের সহায়তায় আমি আল্লাহর ঘর বানিয়েছি। ধন্যবাদ।