পার্বত্য চট্টগ্রাম

দীঘিনালায় ২ ইটভাটায় অভিযান, জরিমানা

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ২টি ইটভাটায় অবৈধ ভাবে বনের কাঠপোড়ানোর অভিযোগে জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর ২০২৩) সকালে দীঘিনালা ইউনিয়নের আল্লাহ দান ইটভাটা ও মেরুং ইউনিয়নের ৪বিএম ব্রিক্স এ এ জরিমানা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩এর ১৬ ধারায় ইট পোড়াতে জ্বালানি কাঠ ব্যবহার করায় ৬০হাজার টাকা জরিমানা করেন দীঘিনালা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মুহাম্মদ আবুল হাসনাত খাঁন।

ইটভাটা দুইটিতে মালিকপক্ষ উপস্থিত না থাকায় আল্লাহ দান বিক্স এর দায়িত্বরত মোঃ আব্দুল ওহিদুর ও ৪বিএম বিক্স এর দায়িত্বরত মোঃ মান্নান জরিমানা অর্থ পরিশোধ করে।

অভিযান পরিচালনা কালে সহকারী কমশিনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মুহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা থাকলেও ভাটাগুলোতে জ্বালানি হিসেবে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে।

কাঠ দিয়ে ইট পো ড়ানোর কারনে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩এর ১৬ ধারায় ২টি ইট ভাটার মালিকে ৬০হাজার টাকা জরিমানা হয় এবং কয়লা দিয়ে ইট পোড়ানো নিদের্শ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d