দুই ইউপিডিএফ কর্মীর লাশ হস্তান্তর, থানায় মামলা
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় গুলিতে নিহত ইউপিডিএফের দুই কর্মীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে জেলা সদর হাসপাতালের মর্গ থেকে লাশ হস্তান্তর করা হয় বলে মহালছড়ি থানার ওসি মো.নাসির উদ্দিন জানিয়েছেন।
ওসি নাসির উদ্দিন বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার রাতে থানায় একটি হত্যা মামলা করেছেন নিহত শান্ত চাকমা ওরফে বিমলের স্ত্রী রেখা চাকমা। এ মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
বুধবার সকালে অতর্কিত হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল ওই উপজেলার দূরছড়ি গ্রামের নিজ বাড়িতে নিহত হন।
খবর পেয়ে পুলিশ ওই এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়।
এই ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করে অভিযোগ তুলেছে ইউপিডিএফ। তবে অভিযোগ অস্বীকার গণতান্ত্রিক ইউপিডিএফ।