দুদকের জালে পারকি রিসোর্টের মালিক
আনোয়ারার পারকি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মো. জালাল উদ্দিন শাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। বুধবার (৩ জুলাই) দুদক সমন্বিত জেলা কার্যালয়ের চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ মামলাটি করেন।
আয়কর নথিতে আয় কম দেখিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরে পড়েন তিনি। মেসার্স সাদিয়া মৎস্য হ্যাচারী নামে তার আরো একটি প্রতিষ্ঠান রয়েছে। ২০১৭-’১৮ থেকে ২০২০-’২১ কর বছর পর্যন্ত চার বছরের নথি তদন্ত করে এ মামলা দায়ের করা হয়েছে।
দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বলেন, চট্টগ্রাম কর অঞ্চল-১ এর সার্কেল-১২-তে আয়কর দাতা মো. জালাল উদ্দিন শাহ চার বছরে তার আয়কর নথিতে ১ কোটি ৪২ লাখ ৩৬ হাজার ৬৪২ টাকা প্রদর্শন করেছেন। দুদক তদন্ত করে তার আয়ের পরিমাণ ১ কোটি ২১ লাখ ৪৬ হাজার ২৪ টাকা কম পেয়েছে। এছাড়াও আয়কর নথির সঙ্গে তার আয় ও সম্পত্তির পরিমাণে বেশকিছু অসঙ্গতি পাওয়া গেছে।
তিনি বলেন, ‘আর্থিক অসঙ্গতি তদন্তে পাওয়ার পর দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এ একটি মামলা করা হয়েছে।’
মামলার নথি থেকে জানা গেছে, তার সম্পদ বিবরণীতে ১ কোটি ৫৮ লাখ ৬৬ হাজারর ২০ টাকার স্থাবর সম্পদ অর্জনের তথ্য প্রদান করেছেন। তার ভাইয়ের কাছ থেকে পনেরো লাখ টাকা ঋণ দেখিয়ে আয়করে তিনি দায় হিসেবে দেখিয়েছেন।’