আইন-আদালতচট্টগ্রাম

দুদকের মামলায় পদ্মা অয়েলের সিবিএ নেতা নাছির কারাগারে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় পদ্মা অয়েলের সিবিএ নেতা নাছির উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে দুদকের মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নাছির উদ্দিন। পরে শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি এডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া দুদকের মামলায় গত ২৩ নভেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেন নাছির উদ্দিন। আদালত তাকে ৮ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন দিয়ে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার নির্দেশনা দেন। গতকাল মঙ্গলবার সেই ৮ সপ্তাহ পার হয়ে যায়। তবে এদিন তিনি মহানগর দায়রা জজ আদালতে বেইলবন্ড দেন। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২ নভেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপণের দায়ে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সিবিএ’র সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর উপ-সহকারী পরিচালক মো. সবুজ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২ কোটি ৫৬ লাখ ২৮ হাজার ৮৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ২ কোটি ১১ লাখ ৭১ হাজার ১৩০ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়। নাছির উদ্দিন আনোয়ারা উপজেলার চাতরী গ্রামের মৃত শেখ মোহাম্মদের ছেলে। তিনি নগরীর শিশু একাডেমি সংলগ্ন ইক্যুইটি ভবনের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে বসবাস করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d