চট্টগ্রামনগরজুড়ে

দুদক কর্মকর্তা পরিচয়ে সিভিল সার্জনের কাছে চাঁদা দাবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে চাঁদা দাবির ঘটনায় নগরের কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সিভিল সার্জন কর্তৃপক্ষ। সিভিল সার্জনের পক্ষে এ জিডি করেছেন স্যানিটারি ইন্সপেক্টর টিটু কান্তি পাল।

জিডি সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম নামে দুদকের সহকারী পরিচালক পরিচয়ে ০১৮৫৬৯৩৯১৯৪ নম্বর থেকে সিভিল সার্জনের মোবাইল নম্বরে ফোন আসে। বিভিন্ন বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনষ্টিক সেন্টারের লাইসেন্স পাইয়ে দেওয়ার অপরাধে সিভিল সার্জনের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেন। মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য টাকা পাঠাতে ০১৭৬৬১১০৮৬৬ নম্বরের একটি বিকাশ একাউন্টও পাঠান সিভিল সার্জনের কাছে।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল হায়দার সিভয়েসকে বলেন, ‘দুদকের কর্মকর্তার পরিচয়ে ফোন করে এক ব্যক্তি চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে মামলারও হুমকি দেন তিনি। এ বিষয়ে কোতোয়ালী থানায় একটি জিডি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d