চট্টগ্রাম

মাছ ও ওষুধসহ দেড় কোটি টাকার পণ্য প্রকাশ্য নিলাম ১৩ ফেব্রুয়ারি

চট্টগ্রাম কাস্টমসে বিভিন্ন ধরনের মাছ, ইলিশের ডিম ও মেডিসিন চা পাতাসহ দেড় কোটি টাকার প্রায় ১৪ টন পণ্য প্রকাশ্য নিলামে তোলা হচ্ছে। আগামী ১৩ ফেব্রুয়ারি নিলামের আগের দিন দুই কিলোমিটার মাইকিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

নিলাম শাখা সূত্রে জানা গেছে, মাছের মধ্যে রয়েছে ১ হাজার ৫১৪ কেজি পাবদা, ইলিশের ডিম ৮৩৫ কেজি, কই ৭ হাজার ৩৪২ কেজি, মইল্লা ১ হাজার ৫৬৯ কেজি, বাশপাতা ৫০৪ কেজি, কেসকি ৮৪৮ কেজি, বজুরি মাছ ১২৮ কেজি, চাপিলা ৩৪৫ কেজি এবং আইর মাছ ১৩৯ কেজি। অপরদিকে তিয়ানশি সেল রেজুভেনশেন ক্যাপসুল, তিয়ানশি গ্র্যাপ এক্সট্র্যাক্ট ক্যাপসুল ও তিয়ানশি লিপিড মেটাবলিক ম্যানেজম্যান্ট নিলামে তোলা হচ্ছে। চট্টগ্রাম কাস্টমস হাউস সবগুলো পণ্যের ওজন উল্লেখ করেছে ৫৬৫ কেজি।

জানা গেছে, পচনশীল পণ্যের দ্রুত নিলাম আয়োজনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থায়ী আদেশ জারি করে। কিন্তু চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তাদের অনীহার কারণে সেই আদেশ বাস্তবায়িত হয়নি। ফলে বিগত সময়ে অনেক খাদ্যপণ্য পচে যাওয়ায় তা মাটিতে পুঁতে ফেলতে হয়েছে। এতে সরকার রাজস্ব পাওয়া দূরে থাক, উল্টো পণ্য ধ্বংসে অর্থ ব্যয় করতে হয়েছে। জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. ফাইজুর রহমান জানান, আমরা পচনশীল পণ্য দ্রুত নিলাম সম্পন্ন করার উদ্যোগ নিয়েছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আমদানিকৃত পণ্য জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার ৩০ দিনের মধ্যে আমদানিকারককে সরবরাহ নিতে হয়। এই সময়ের মধ্যে কোনো আমদানিকারক পণ্য সরবরাহ না নিলে তাকে নোটিশ দেয় কাস্টমস। নোটিশ দেওয়ার ১৫ দিনের মধ্যে এই পণ্য সরবরাহ না নিলে তা নিলামে তুলতে পারে কাস্টমস কর্তৃপক্ষ। এছাড়া মিথ্যা ঘোষণায় জব্দ পণ্যও নিলামে তোলা যায়। সর্বমোট ৪৫ দিনের মধ্যে নিলামে তোলার এই নিয়ম দীর্ঘদিন ধরে কার্যকর করতে পারেনি বন্দর ও কাস্টমস। এতে করে বন্দরের ইয়ার্ডে এসব কন্টেনার পড়ে থাকে। আমদানি পণ্য যথাসময়ে খালাস না নেয়ায় বন্দরগুলোতে প্রায়ই কন্টেনার জট লাগে। দিনের পর দিন কন্টেনার পড়ে থাকলেও বন্দর কর্তৃপক্ষও চার্জ পায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d