‘দেশের উন্নয়নে বাধাদানকারীদের রাজপথে প্রতিহত করা হবে’
‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যকে রাজপথে রুখে দিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ সবসময় প্রস্তুত। দেশের উন্নয়নের বাধাদানকারীদের রাজপথে প্রতিহত করা হবে।’
রবিবার (২৯ অক্টোবর) দুপুরে এনায়েত বাজার ওয়ার্ড যুবলীগ-ছাত্রলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
এর আগে সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরীর নেতৃত্বে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি এনায়েত বাজার মোড় থেকে তিন পুলের মাথা, কাজীর দেউরি, লাভলেইন বিমান অফিস সম্মুখে হয়ে পুনরায় এনায়েত বাজার মোড়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তরা বলেন, ‘উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক তখন বিএনপি-জামায়াত হরতাল দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতাকে থামিয়ে দিতে চায়। দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসী সংগঠনে রুপান্তরিত হয়েছে। গতকাল তাদের নারকীয় তাণ্ডব পুরা দেশবাসী দেখেছে। পুলিশ, সাংবাদিক, প্রধান বিচারপতির কার্যালয় কিছুই রক্ষা পায়নি তাদের ন্যাক্কারজনক নৃশংসতা থেকে।’
এসময় বক্তব্য রাখেন, বিপু ঘোষ বিলু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেবাষীশ আচার্য্য, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম, মোহাম্মদ মোরশেদ আলম, রতন ঘোষ, মো. জাহেদ, মো. ফরিদ, মো. তৌহিদুল ইসলাম মিথুন, শুভ দত্ত, জাহিদ হাসান সাইমুন, ইয়াসির আরাফাত রিকু, নিয়াজ উদ্দীন তামিম ও গোবিন্দ দত্ত প্রমুখ।