‘দেশের উন্নয়ন- অগ্রযাত্রা বিনষ্ট কারীদের যুবলীগ প্রতিহত করবেই’
‘বিএনপি সন্ত্রাসী, জঙ্গি, অগ্নিসন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী, রগ কাটা বাহিনীকে নিয়ে মাঠে নেমেছে। তাদের উদ্দেশ্য শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়ন-অগ্রযাত্রায় এগিয়ে চলেছে, সেই উন্নয়ন-অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া। যুবলীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের রাজপথে প্রতিহত করবেই।’
সোমবার কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত তারুণ্যের জয়যাত্রা সমাবেশে নগর যুবলীগের নেতারা এসব কথা বলেন।
নগর সভাপতি মাহাবুবুল হক সুমনের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সাদিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, সহ-সভাপতি নুরুল আনোয়ার, মো. ওয়াসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সনত বড়ুয়া, এজেএম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী, মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ওমর ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. আখতারুজ্জামান রুমেল, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নঈম উদ্দিন খান, ক্রীড়া সম্পাদক রাজীব হাসান রাজন, সহ-সম্পাদক ইব্রাহিম খলিল নিপু।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন বেলাল, এড আরশাদ হোসেন আসাদ, সাখাওয়াত হোসেন সাকু,সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন তালুকদার, আবু মোহাম্মদ মহিউদ্দিন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক প্রফেসর রেজাউল করিম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলমগীর টিপু, উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরিফুল ইসলাম আদনান, উপ-ক্রীডা সম্পাদক শাহজাহান আহমেদ সামি, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ওয়াসিম, মোখতার হোসেন আরিফ প্রমুখ।