চট্টগ্রাম

দোহাজারীতে ছুরিকাঘাতে দিনমজুর নিহত

চন্দনাইশের দোহাজারীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইব্রাহিম খলিল (৪০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

ইব্রাহিম খলিল বান্দরবানের লামা উপজেলার ইয়াংছার ছমুর মুখ এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে ও এক কন্যার জনক। স্ত্রী রেনু আরা বেগম।

তিনি সাতকানিয়ার কালিয়াইশে দিনমজুর হিসেবে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে দোহাজারী বাস স্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন ইব্রাহিম খলিল। দোহাজারী সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা এসে অটোরিকশার গতিরোধ করে। এ সময় তারা অটোরিকশার চালক ও ইব্রাহিম খলিলকে মারধর করে। মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে বাধা দিলে ইব্রাহিমের বুকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার এসআই মো. রিয়াজ উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d