দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাঙামাটি জেলা প্রশাসকের বাজার মনিটরিং
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার মূল্য স্থিতিশীল ও যৌক্তিক পর্যায়ে রাখা এবং ভেজাল মুক্ত খাদ্য সরবরাহে বাজার মনিটরিং করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। সোমবার (১১ মার্চ) দুপুরে শহরের বনরুপা বাজার মনিটরিং করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান পুরো বাজার ঘুরে দেখেন ও বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা করেন।
এ সময় তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান করে বলেন, পবিত্র মাহে রমজান মাসে সকল পণ্যদ্রব্যে সঠিক মূল্যে বিক্রি করতে হবে। পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য ব্যবসায়ীদের আহবান জানান। এ সময় তিনি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য এবং রমজান মাসে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ জানান।
বাজার মনিটরিংয়ে পুলিশ সুপার মীর আবু তৈহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।