চট্টগ্রাম

 নগরীতে ফুটপাত ছাড়েনি হকাররা

চট্টগ্রাম: নগরের প্রায় দেড় কিলোমিটার সড়কে ফুটপাতের ওপর বসানো আট শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) উচ্ছেদ করেছিল চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযান চালানোর পর দুইদিন পর আবারও ফুটপাতের দুয়েক জায়গায় হকার বসতে শুরু করে। এরপর সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে পুনর্দখল ঠেকাতে অভিযান শুরু করে চসিক। এতে ক্ষুব্ধ হকাররা চসিক অভিযান দলের ওপর হামলা চালায়।

ভাঙচুর করে করপোরেশনের গাড়ি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে হকাররা আমতল ও নুপুর মার্কেটের সামনে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ সংঘর্ষের ঘটনায় চসিক ও পুলিশ মঙলবার (১৩ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানায় দুটি মামলা করেছে। দুই মামলায় ৩৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে শ্রমিক লীগ, হকার্স লীগ, মেট্রোপলিটন হকার্স সমিতি, ফুটপাত হকার্স সমিতির নেতারা রয়েছেন।

এরপরই ওই এলাকা ফিরেছে পুরনো রূপে। আমতল, নিউমার্কেট ও স্টেশন রোডের ফুটপাত দখল করে বসে গেছে হকাররা। দেখা গেছে, আমতল শাহ আমানত মার্কেট থেকে হকার মার্কেটের গলি পর্যন্ত হকাররা ফুটপাতে খাট পেতে ব্যবসা করছেন।

কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়েদুল হক বলেন, পুলিশের দায়ের করা মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। সিটি করপোরেশনের মামলায় অভিযুক্ত ১১ জন পুলিশের মামলারও আসামি। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, ফুটপাত ও সড়ক দখল করে স্থাপনা ও দোকান তৈরি করা হয়েছিল। এসবের কারণে পথচারীদের চলাচলে অসুবিধা হয়। এ ছাড়া যান চলাচলেও বিঘ্ন ঘটে। হকাররা যাতে পুনরায় সড়ক ও ফুটপাত দখল করতে না পারে, সে বিষয়ে নজরদারি রাখা হবে।

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, রেলওয়ের খালি জায়গায় হলিডে মার্কেট হবে। আগ্রাবাদ ও বায়েজিদ এলাকাও হকারমুক্ত হয়েছে। সেখানেও হলিডে মার্কেট করা হবে। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সারাদিন ও রাতে তারা ব্যবসা করতে পারবে।

হলিডে মার্কেটের উপযোগী লাইট ও প্রয়োজনীয় সামগ্রী চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে সরবরাহ করা হবে। হলিডে মার্কেট চালু হলে শহরে শৃঙ্খলা ফিরে আসবে, যানজটমুক্ত ও সুন্দর পরিবেশ থাকবে এবং ফুটপাতগুলো দিয়ে পথচারীরা নিরাপদে চলাচল করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d