নগর বিএনপির বিলুপ্ত কমিটির ঘাড়েই দায়িত্ব!
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম মহানগরে সমাবেশ আয়োজনের দায়িত্বভার পড়েছে সদ্য বিলুপ্ত নগর কমিটির ঘাড়েই! বুধবার (২৬ জুন) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণার পর বিলুপ্ত কমিটির নেতাদের কাছে ওই কর্মসূচি আয়োজনের নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।
আগামী ১ জুলাই নগরের কাজীর দেউড়িতে নগর বিএনপির কার্যালয়ের সামনে নূর আহমেদ সড়কে ওই সমাবেশ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে বিলুপ্ত কমিটির পক্ষ থেকে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিলুপ্ত নগর বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গতকাল (বুধবার) কেন্দ্র থেকে দেশব্যাপী তিনদিনের সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়ার পর জানানো হয়েছে, নতুন কমিটি না হওয়া পর্যন্ত পুরনো কমিটিই সব ধরনের কর্মসূচি বাস্তবায়ন করবে।’
এ প্রসঙ্গে সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘আগামী ১ জুলাই যে কর্মসূচি হবে; সেটা আয়োজনের দায়িত্ব অনেকটা আমাদের ওপরই থাকছে। তবে এর বেশি কথা বলা এখন সমীচিন হবে না।’
কর্মসূচির বিষয়ে জানতে বিলুপ্ত নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের মুঠোফোনে বৃহস্পতিবার একাধিকবার যোগাযোগ করেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
গত ১৩ জুন ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্করের নেতৃত্বাধীন নগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র। প্রায় সাড়ে তিন বছর সময় ধরে নগর বিএনপির ‘হাল’ টানছিলেন তাঁরা।