‘নরম স্বভাবের’ চেলসিকে নিয়ে ক্ষুব্ধ কোচ
‘নরম স্বভাবের’ চেলসিকে নিয়ে ক্ষুব্ধ কোচ
টটেনহামের বিপক্ষে দাপুটে জয়, ম্যানচেস্টার সিটির সঙ্গে রোমাঞ্চকর ড্র; সব মিলিয়ে মনে হচ্ছিল যেন এই বুঝি পথে ফিরেছে চেলসি। কিন্তু নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৪-১ গোলের হেরে গিয়ে সমর্থকদের আবারও ধোঁকা দেয় ব্লুজরা।
এমন হারে রীতিমত ক্ষুব্ধ এবং হতাশ কোচ মরিসিও পচেত্তিনো। শুরুতে পিছিয়ে গেলেও সমতায় থেকে বিরতিতে যায় চেলসি। কিন্তু দ্বিতীয়ার্ধে একদমই পাত্তা পায়নি সফরকারীরা। তিন গোল তো হজম করেই সঙ্গে লাল কার্ড দেখেন অধিনায়ক রিস জেমস। শিষ্যদের খেলা একদমই নজর কাড়তে পারেনি পচত্তিনোর। তারা যে এতোটা নরম থাকবেন সেটা ভাবেননি তিনি।
পচেত্তিনো বলেন, ‘আমরা যে গুরুত্বপূর্ণ কিছুর জন্য খেলছি সেটা দেখাইনি। নিউক্যাসল তেমন দুর্দান্ত না খেললেও চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতির জন্য সহজ একটি ছিল তার জন্য। আমাদের দেখানো উচিত ছিল, তাদের জন্য এই ম্যাচ জেতাটা কঠিন হবে। কিন্তু যেভাবে আমরা গোল হজম করেছিলাম এবং প্রতিটি চ্যালেঞ্জে নরম ছিলাম, তাতে সত্যিই তাদের জন্য জেতাটা সহজ ছিল। ‘
‘সেটাই আমাকে রাগান্বিত ও হতাশ করেছে। আমরা তরুণ দলের কথা বলছি এবং আমাদের শেখা উচিত। তবে আমি মনে করি এই ধরনের খেলা আমাকে খুব, খুব, খুব রাগিয়ে দেয়। কারণ এটি নিজের ব্যক্তিত্ব ও মানসিকতা দেখানোর বিষয়। ঠিক আছে, আমরা তরুণ এক দল, কিন্তু নিজেদের সেরাটা দেখানোর এমন সুযোগ হারাতে পারি না আমরা। ‘