নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে বিপ্লব সরকার (২৮) নামের এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে ঢাকা চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট পৌর বাজারের রেল ক্রসিংয়ের পাশে হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব সরকার চাঁদপুর জেলার মতলব উপজেলার লামছড়ি গ্রামের সুরেশ সরকারের ছেলে। তিনি ব্র্যাক এনজিও নাঙ্গলকোট শাখার ক্রেডিট সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে বিপ্লব বাসায় যাওয়ার জন্য রেললাইন পার হওয়ার সময় চাঁদপুরের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
লাকসাম জিআরপি থানার ওসি মুরাদ উল্লাহ বাহার বলেন, রাতেই নিহতের লাশ উদ্ধার করা হয়। একটি অপমৃত্যু মামলা হয়েছে। শুক্রবার সকালে নিয়ে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।