নাটোরে কম্বল বিতরণ করলো সেনাবাহিনী
নাটোরের সিংড়ায় শীতার্ত মানুষের মাঝে ৬০০ কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১৮ ডিসেম্বর) সিংড়ার চৌগ্রাম উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে এসব কম্বল বিতরণ করে সদর দফতর ১১ পদাতিক ডিভিশন ও ২৬ পদাতিক ব্রিগেডের অধীনে ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
এ অনুষ্ঠানে নেতৃত্ব দেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (বগুড়া এরিয়া) মেজর জেনারেল মো. খালেদ আল মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি এবং ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্ণেল তানভীর আহমদ সাদী, পিএসসি।
শীতবস্ত্র পেয়ে সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় জনগণ। সুশৃঙ্খলভাবে কম্বল পেয়ে হাসিমুখে বাড়িতে ফিরে যান তারা।