নাটোর চিনিকলে এবার আখ চাষাবাদের লক্ষ্যমাত্রা ১০ হাজার একর
নাটোর চিনিকলে এবার ১০ হাজার একর জমিতে আখ চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য নিয়ে আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
গত বছরের চেয়ে এবার ২ হাজার বেশি জমিতে আখ চাষাবাদ করা হচ্ছে।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে নাটোর মিলগেট সাবজোনের বারঘড়িয়া এলাকায় আখ চাষি সুজনের ১ একর জমির ‘বেড়ে’ চারা রোপণের মধ্য দিয়ে আখ রোপণ কার্যক্রম শুরু করা হয়। রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর চিনিকল সদর দফতরের প্রধান (সিপিই) মো. গিয়াস উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভুঁইয়া, ডিজিএম সম্প্রসারণ আব্দুল কুদ্দুস, ডিজিএম (সিপি) ফারুক আহমেদসহ কর্মকর্তা-কর্মচারী ও অনেক চাষি।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভুঁইয়া জানান, চলতি ২০২৪-২৫ রোপণ মৌসুমে ৮টি সাবজোনে ৯৭ ইউনিটে ১০ হাজার একর জমিতে আখ রোপণ বা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ৮ হাজার একর জমিতে আখ চাষাবাদ করা হয়েছিল। গত বছরের চেয়ে এবার ২ হাজার বেশি জমিতে আখ রোপণ করা হচ্ছে। আখের গুণগত মান ও উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য কৃষকদের মিলের পক্ষ থেকে সব রকম সহায়তা দেওয়া হচ্ছে। আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে আখের ফলন ভালো হবে।