নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা
আগামী ৩ অক্টোবর শুরু হচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। রোববার (৫ মে) এর সূচি প্রকাশ করে আইসিসি। ১৮ দিনব্যাপী ও ২৩ ম্যাচের এই টুর্নামেন্টের পর্দা নামবে ২০ অক্টোবরের ফাইনালের মধ্য দিয়ে। ঢাকা ও সিলেটে আয়োজিত হবে এই মেগা আসর।
আসরে নিগার সুলতানা জ্যোতির দল খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার রাউন্ডের দ্বিতীয় অবস্থানে থাকা দলের বিপক্ষে। বাংলাদেশের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩ অক্টোবর কোয়ালিফায়ার-২, ৫ অক্টোবর ইংল্যান্ড, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।
উল্লেখ্য, রোববার বিকেলে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে গড়াবে আয়ারল্যান্ড-স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কা-সংযুক্ত আরব আমিরাতের সেমিফাইনাল। তাই আজই জানা যাবে ৮ দলের সাথে কোন দুটি দল মূল প্রতিযোগিতায় আসছে।