চট্টগ্রামরাজনীতি

নাশকতার মামলায় আসলাম চৌধুরীসহ ১৭৩ জনের বিচার শুরু

কোতোয়ালী থানার একটি নাশকতা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ১৭৩ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল (১১ অক্টোবর) চট্টগ্রামের ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুল আরেফিন এই আদেশ দেন। এ সময় আসলাম চৌধুরীসহ ৯৪ জন কাঠগড়ায় হাজির ছিলেন।

এর আগে আসামি পক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শাহেদুল আজম শাকিল আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চার্জগঠনের জন্য দিন ধার্য ছিল। সেই অনুযায়ী চার্জগঠন হয়েছে। আগামী ৯ জানুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৩ মে নগরীর কাজির দেউড়ী এলাকায় পুলিশের কাজে বাধা দেওয়াসহ সড়কে নাশকতা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দণ্ডবিধি, বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d