নাশকতা ঠেকাতে সাতকানিয়া উপজেলা প্রশাসন
বিএনপি জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের মধ্যে নাশকতা ঠেকাতে সাতকানিয়ার তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহজনক কাউকে পাওয়া না গেলেও হোটেল তিনটির কোন লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা করে জরিমানা করেন তিনি।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জন-নিরাপত্তা ও সম্ভাব্য নাশকতা পরিকল্পনা রোধে এবং বহিরাগত নাশকতাকারীর অবস্থান চিহ্নিত করকেত আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।