আন্তর্জাতিকজাতীয়

নিউক্লিয়ার ক্লাব ৩৩ তম সদস্য বাংলাদেশ

নিউক্লিয়ার ক্লাবের ৩৩ তম গর্বিত সদস্য হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে আজ।

আজ ৫ অক্টোবর দুপুর ২টায় জ্বালানি হস্তান্তর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রূপপুরের পারমানবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিতে সক্ষম হবে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা।

এর মধ্যে সরকার দিচ্ছে ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। আর রাশিয়া থেকে ঋণসহায়তা হিসেবে আসছে ৯১ হাজার ৪০ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d