নিউজিল্যান্ড ক্রিকেট দল সিলেট পৌঁছেছে
সিলেট পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। বুধবার (২২ নভেম্বর) সকাল ১১’টার কিছুক্ষণ পরে কিউইদের বহনকারী ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে মঙ্গলবার রাতে দুটি ভিন্ন ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন কিউই ক্রিকেটার ও কোচিং স্টাফরা। বুধবার সকালে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা।
২৮ নভেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর আগে দু’দলেরই অনুশীলন সেশন করার কথা রয়েছে। প্রথম টেস্ট শেষে ঢাকায় ফিরে আসবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ৬ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে তারা।
১০ বছর পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে দু’দল।