দেশজুড়ে

নির্বাচনী সহিংসতা, ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

নরসিংদীর রায়পুরায় নির্বাচনী প্রচারের সময় প্রতিপক্ষের হামলায় এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন। তার নাম সুমন মিয়া। বুধবার (২২ মে) দুপুর ১২টায় উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দী মসজিদের পাশে হামলার এ ঘটনা ঘটে।

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে রায়পুরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। এর এক সপ্তাহ আগেই ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহতের ঘটনা ঘটলো। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুমন মিয়া উপজেলার চরাঞ্চল পাড়াতলীতে গণসংযোগে যাচ্ছিলেন। এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে সুমন মিয়া আহত হন। এরপর তিনি দৌড়ে স্থানীয় বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় রায়পুরা উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d