চট্টগ্রামজাতীয়

নির্বাচনের আগে নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার হচ্ছে: শিক্ষামন্ত্রী

নির্বাচনের আগে নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক নিয়ে অপপ্রচার হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার দুপুরে রাজধানী সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, বছরের শেষ সময় হরতাল বা সহিংস রাজনৈতিক কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। শিক্ষার্থীদের জিম্মি করে রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক নিয়ে মিথ্যাচার হচ্ছে। গত জানুয়ারিতে এরা সাম্প্রদায়িক উসকানি দেয়ার লক্ষ্যে বই নিয়ে মিথ্যাচার করেছিল। এরা চায় না, শিক্ষার্থীরা স্বাধীনভাবে শিখতে, চিন্তা করতে শিখুক, অনুসন্ধিৎসু হোক, মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার চর্চা করুক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছেন তারা নোট ও গাইড বই ব্যবসায়ী উল্লেখ করে তিনি বলেন, এই কারিকুলাম বাস্তবায়ন হলে নোট গাইড বই কিংবা কোচিংয়ের প্রয়োজন হবে না। তারাই অপপ্রচার চালাচ্ছে।

নতুন শিক্ষাক্রমে বিজ্ঞানের নম্বর কমিয়ে দেয়ার অভিযোগও সঠিক নয় জানিয়ে তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতে বিজ্ঞান বিষয়ের জন্য অপেক্ষাকৃত বেশি সময় রাখা হয়েছে। কাজেই সার্বিক দিক দিয়ে আগের চেয়ে বিজ্ঞানের গুরুত্ব বেড়েছে, বিষয়বস্তুর পরিধিও বেড়েছে।

‘প্রচুর উপকরণ কিনতে হয়, ফলে শিক্ষাব্যয় অনেক বেড়েছে’ বলে যা বলা হচ্ছে, তা ভুল উল্লেখ করে তিনি আরও বলেন, সঠিক তথ্য হলো দামি উপকরণ, চাকচিক্য বা সৌন্দর্য এখানে বিবেচ্য বিষয় নয়। স্থানীয়, সহজলভ্য ও পুনর্ব্যবহারযোগ্য কাগজ ও উপকরণ ব্যবহারের নির্দেশনা বারবার দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, ধর্মশিক্ষায় লিখিত পরীক্ষা রাখা হয়নি বলে যে কথা বলা হচ্ছে, সেটিও ভুল তথ্য।

তিনি বলেন, সব বিষয়ের জন্য একই পদ্ধতিতে মূল্যায়নের ব্যবস্থা রয়েছে, যেখানে লিখিত মূল্যায়নও অন্তর্ভুক্ত। ধর্ম নিয়ে উস্কানি দিচ্ছেন অপপ্রচারকারীরা।

এছাড়া শিক্ষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d