জাতীয়

নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, প্রতীক পেয়ে ফেরদৌস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চিত্রনায়ক‌ ফেরদৌস আহমেদ নৌকা প্রতীক‌ নিয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলামের কাছ থেকে নৌকা প্রতীক সংগ্রহ করেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, জনগণের প্রতি কমিটমেন্টের অংশ হিসেবে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের যত ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার সবটুকু নেব।

বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার প্রসঙ্গে নৌকার প্রার্থী ফেরদৌস বলেন, নির্বাচনে অংশ নেওয়া সবার গণতান্ত্রিক অধিকার। কিন্তু তারা সেই নির্বাচনে অংশ নেয়নি। এখানে আমাদের কিছু করার নেই। কে নির্বাচনে এল আর কে এল না, তার চেয়ে বড় বিষয় হচ্ছে যারা আসছে তাদেরকে আমি মূল প্রতিপক্ষ ধরে নির্বাচন করব। আমি সবাইকে সমান প্রতিপক্ষ ভেবেই নির্বাচন করি। আমি আশা করছি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।

ফেরদৌস বলেন, আমি সবসময় অন্য প্রতীকের প্রার্থীদের সম্মান করি। পুরো নির্বাচনে আমি তাদের প্রতি সম্মান রেখেই ক্যাম্পেইন করব। ঢাকা-১০ আসনে ফেরদৌসের সঙ্গে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির মোহাম্মদ শাহজাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d