জাতীয়

নির্বাচন ভবনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ভবনের নিরাপত্তার কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তত্ত্বাবধান ও সমন্বয় করার দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন কমিশনের সহকারি সচিব জাকির মাহমুদ স্বাক্ষরিত এক আদেশে এ দায়িত্ব দেয়া হয়।

এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ভবনের নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যদের সঠিকভাবে তত্ত্বাবধান ও সমন্বয় সাধনের জন্য প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d