খেলা

নেইমারকে নিয়ে মেসির ‌‘স্ট্যাটাস’

ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও দুই দেশের ফুটবলারদের মধ্যে বন্ধুত্ব বা সুসম্পর্কের কথা সবারই জানা। বিশেষ করে লিওনেল মেসি ও নেইমার জুনিয়ারের বন্ধুত্ব সবচেয়ে আলোচিত। বার্সেলোনা থেকে পিএসজি, দুই জনের মাঠের কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো।

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে নেমে ইনজুরিতে পড়েন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। এতে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়া নেইমার পাশে পেয়েছেন বন্ধু মেসিকে।

নিজেদের বিশ্বকাপ বাছাই পর্বের চতুর্থ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে চোট পান আল হিলালের তারকা নেইমার। পরে জানা যায়, এই চোটে নেইমারের লিগামেন্ট ছিঁড়ে গেছে। ফলে সহসাই আর মাঠে নামা হচ্ছে না তার।

বড় ধরণের ইনজুরির কারণে অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে ব্রাজিলিয়ান মিস্টার টেনকে। নিজের এই খারাপ সময়ে বন্ধুদের পাশে চেয়েছিলেন নেইমার। সেই ডাকে সাড়া দিলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

গত বুধবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন মেসি। সেখানে নেইমারের প্রতি সহানুভূতি জানিয়ে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন আর্জেন্টাইন তারকা। নেইমারের সাথে একটি ছবি দিয়ে স্টোরিতে মেসি লিখেন ‘শক্ত থাকো নেইমার জুনিয়র’।

উল্লেখ্য, নেইমারের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করানোর পর পুরোপুরি সেরে উঠতে ৭ থেকে ৮ মাস সময় লাগবে আল হিলাল তারকার। ফলে আগামী বছর কোপা আমেরিকায় নেইমারের অংশগ্রহণ শঙ্কার মুখে। কেননা, ঠিক ৮ মাস পর আগামী ২০ জুন শুরু হবে কোপার আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d