চট্টগ্রাম

ন্যায্যমূল্যের সবজি বিক্রি করছে বায়েজিদ থানা ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কৃষকের কাছ থেকে সবজি কিনে ন্যায্য মূল্যে বিক্রি করছে চট্টগ্রামের বায়েজিদ থানা ছাত্রলীগ।

গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে নগরীর বাইজিদ থানাধীন শেরশাহ বাজার এলাকায় উদ্যোগে ন্যায্যমূল্যে সবজি বিক্রয় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সালাহ্উদ্দিন।

উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আইয়ুব মুন্না,মফিজুর রহমান মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ইসমাইল হোসেন সোহেল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহাত আমিন শিবলী, বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক এস.এ ইমন,ওমর সানি শুভ,আরিফুল ইসলাম রাব্বি, মোঃ ওমর ফারুক, আকিব জাভেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এমরান আশিক, বায়েজিদ থানা ছাত্রলীগের সদস্য শেখ হিরা, গিয়াস উদ্দিন, মোহাম্মদ রাফি, মোহাম্মদ শামীম এছাড়াও উপস্থিত ছিলেন সিটি কলেজ ছাত্রলীগ সদস্য জিবরান চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d