চট্টগ্রামপটিয়া

পটিয়ায় বৌদ্ধ মন্দিরের মূর্তি চুরি!

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের মুকুটনাইট ধাতুচৈত্য বিহারের শত বছরের প্রাচীন মূর্তি ও দান বক্সের টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১ জুলাই) গভীর রাতে মন্দিরের দরজার তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে পটিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এছাড়াও উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান দিদারুল আলম দিদার, ধলঘাট ইউপি চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন ঘটনাস্থলে ছুটে যান।

স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা অশোক বড়ুয়া বাবু জানান, সোমবার গভীর রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল। সে সুযোগে বিহারের গেটের তালা ভেঙে চোরের দল শত বছরের একটি বুদ্ধমূর্তি ও দান বক্সের টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

তিনি বলেন, আমাদের গ্রামবাসীর দাবি শত বছরের বুদ্ধমূর্তিটি উদ্ধার করতে প্রশাসন যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, মন্দিরে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d