চট্টগ্রামপটিয়া

পটিয়ায় ব্যালট ছিনতাইয়ের ঘটনায় স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের দিন স্থগিত হওয়া পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুণরায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এ কেন্দ্রে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন ডা. এমদাদুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন মাজেদা বেগম শিরু।

জানা গেছে, গত ২৯ মে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সেদিন সকাল সাড়ে ৯টায় উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই শতাধিক বহিরাগত প্রবেশ করে ব্যালট পেপার, সিল, কালিসহ ভোটের সরঞ্জাম ছিনতাই করে নিয়ে যান। ওই পরিস্থিতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন। ওই দিন ১২৮টি কেন্দ্রের মধ্যে ১২৭টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান পদে মো. দিদারুল আলম দিদার বিজয়ী হলেও দুই ভাইস চেয়ারম্যানের নির্বাচনী চূড়ান্ত ফলাফল ঘোষণা আটকে যায়।

১২৭ টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে ২৩ হাজার ৮৫০ ভোট পেয়ে এগিয়ে ছিলেন আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. এমদাদুল হাসান বই প্রতীকে ২৩ হাজার ৭৩ ভোট পেয়ে ৭৭৭ ভোটে পিছিয়ে ছিলেন। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ২৪ হাজার ৮৯৪ ভোটে এগিয়ে ছিলেন মাজেদা বেগম শিরু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজেদা বেগম প্রজাপতি প্রতীকে ২৪ হাজার ৭৩১ পেয়ে ১৬৩ ভোটে পিছিয়ে ছিলেন।

স্থগিত ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৬১৫। ভোটাধিকার প্রয়োগ করেন ১ হাজার ৭৭৬ জন ভোটার। স্থগিত কেন্দ্রে বই প্রতীকে ডা. এমদাদ হাসান ১ হাজার ৩৩৫ ভোটসহ মোট প্রাপ্ত ভোট ২৪ হাজার ৪০৮। আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়া (শাহরু) ৪১০ ভোটসহ মোট প্রাপ্ত ভোট ২৪ হাজার ২৬০। ডা. এমদাদ হাসান ১৪৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু স্থগিত কেন্দ্রে ৮৪৮ ভোটসহ ২৫ হাজার ৭৪২ ভোট, সাজেদা বেগম ৮৩৬ ভোটসহ মোট প্রাপ্ত ভোট ২৫ হাজার ৫৬৭। এতে মাজেদা বেগম শিরু কলস প্রতীকে ১৭৫ ভোট বেশি পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। প্রিজাইডিং অফিসার ডা. মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d