পটিয়ার ১৮ বিএনপি কর্মী নাশকতা মামলায় কারাগারে, ঢাকায় আটক ৩
রোববার বিএনপি-জামায়াতের ডাকা ডাকা সকাল-সন্ধ্যা হরতালের আগের রাত থেকে ২৪ ঘণ্টায় দক্ষিণ চট্টগ্রামের পটিয়া থেকে ১৭ বিএনপি ও ১ জামায়াত কর্মীকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন পটিয়া থানার ওসি প্রিটন সরকার। তিনি বলেন, পটিয়ায় কোন ধরনের সহিংসতা করতে পারেনি বিএনপি জামায়াতের নেতা-কর্মীরা।
এদিকে, গ্রেফতারকৃত ১৮ জনকে পৃথক তিনটি বিস্ফোরণ মামলায় আটক দেখিয়ে রোববার বিকেলে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক বেগম তাররাহুম আহমেদ তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃতরা হলেন সালা উদ্দিন (৪০), আবুল কালাম (৫৪), সিরাজুল আমিন (৫০), মো. নাছির (৩৪), ইমরান হোসেন রিমন (২৮), সাইফুল ইসলাম (৪৫), মো. মুছা (৪২), ইরফান উদ্দিন (২৫), সৈয়দ হাজী (৪৫), নাছির উদ্দীন (৫৬), আবদুল শুক্কুর (৫৪), নুর মিয়া (৪৭), মোজাম্মেল হক (৪০), নাছিরুল ইসলাম (৩৫), সালাহ উদ্দিন (২৮), আবুল হোসেন (৫৩), কামাল উদ্দিন ৫২)।
এছাড়াও পটিয়া উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর রাজধানী ঢাকার নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহাজাহান চৌধুরী ও যুবদল নেতা শহিদুল ইসলাম পটলকে গ্রেফতার করেছে পল্টন ও শান্তিবাগ থানা পুলিশ।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, ‘শনিবার রাত থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পটিয়ায় গাড়ি থেকে নামার সময় ১৮ বিএনপি ও জামায়াত নেতা কর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনের নামে একটি বিস্ফোরণ আইনের মামলা দায়ের করা হয়েছে। বাকী ১০জনকে পূর্বের পৃথক দুটি বিস্ফোরণ মামলায় গ্রেফতার দেখিয়ে সবাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন ওসি।