পটিয়া রেস্টুরেন্টে পচা-বাসি খাবার, জরিমানা
চট্টগ্রামের পটিয়ায় মেয়াদোত্তীর্ণ দই, রসমালাই বিক্রি এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণ, ফ্রিজে পচা-বাসি খাবার ও নিউজ পেপারে খাবার সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক নাসরিন আক্তার।
তিনি বলেন, ‘সোমবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টিতে আমাদের অভিযান ব্যাহত হয়েছে। তারপরও পটিয়া পৌর সদরের আল মদিনা রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে নানা অসঙ্গতি ধরা পড়ে। হোটেলটির অস্বাস্থ্যকর পরিবেশ, পচা-বাসি খাবার সংরক্ষণ করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সিজল বেকারিকে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে পটিয়া থানার উপপরিদর্শক ইয়ামিন সুমন উপস্থিত ছিলেন।