দেশজুড়ে

পটুয়াখালীতে ৭০৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত

বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি বিকেলের মধ্যে ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ রূপ নিতে পারে। আজ রাতেই এটি মহাবিপদ সংকেতে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর আঘাতে জান-মালের ক্ষতি এড়াতে পটুয়াখালী জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার ও ৩৫টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে এলাকায় গুমট আবহাওয়া বিরাজ করছে। কখনও রোদ আবার কখনও আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে এবং থেমে থেমে দমকা বাতাস বইছে।

শনিবার (২৫ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

এ ছাড়াও প্রস্তুত রয়েছে ৭৩০ মেট্রিক টন চালসহ প্রতিটি ইউনিয়নে মেডিকেল টিম, পর্যাপ্ত খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনা খাবার এবং নগদ অর্থ। সকল স্কুল-কলেজ-মাদরাসাগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d