দেশের প্রধান সমুদ্রবন্দরের স্বতন্ত্র টার্মিনাল হিসেবে পিসিটির (পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল) উদ্বোধন হচ্ছে মঙ্গলবার (১৪ নভেম্বর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ভাচুয়ালি এ টার্মিনালের উদ্বোধন এবং বে টার্মিনালের মাস্টারপ্ল্যানের মোড়ক উন্মোচন করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক। তিনি বলেন, ‘মঙ্গলবার প্রধানমন্ত্রী বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল উদ্বোধন করবেন। এজন্য বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই দিন বন্দরের অন্যতম প্রকল্প বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পের মাস্টারপ্ল্যানেরও মোড়ক উম্মোচন করবেন প্রধানমন্ত্রী।’
ইতিমধ্যে কয়েকদফা পরীক্ষামূলক জাহাজও ভিড়ানো হয়েছে। তবে পিসিটি পরিচালনার দায়িত্ব পাচ্ছে সৌদি আরব ভিত্তিক ‘রেড সি গেটওয়ে’ । এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি হবে শিগগির।নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নির্মাণের প্রায় দেড় যুগ পর ১ হাজার ১৫০ কোটি টাকা ব্যয়ে নতুন টার্মিনাল পিসিটি নির্মাণ করলো বন্দর কর্তৃপক্ষ। পিসিটির বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং ক্ষমতা চার লাখ টিইইউ’স (২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার)।
সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাইলিংসহ সব কাজ সম্পন্ন হয়েছে। পিটিসির জেটির দৈর্ঘ্য ৫৮৪ মিটার। জেটি এলাকায় পানির গভীরতা সাড়ে ১১মিটার হলেও ১০ থেকে সাড়ে ১০ মিটারের ড্রাফট অনায়াসে ভিড়ানো যাবে।
পিসিটিতে একসঙ্গে ১৯০ মিটার লম্বা ও ১০ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) ৩টি কনটেইনারবাহী জাহাজ এবং ২২০ মিটার দীর্ঘ ডলফিন জেটিতে ১টি ভোজ্যতেলবাহী জাহাজ ভেড়ানো যাবে। তবে ২১০ মিটার বা বেশি দৈর্ঘ্যের জাহাজ ২টির বেশি ভিড়ানো যাবে না। ৩২ একর জমিতে নির্মিত এ প্রকল্পে ব্যাকআপ ইয়ার্ড ১৬ একর।
Like this:
Like Loading...
Related