জাতীয়

পরিস্থিতি শান্ত, ঢাবি ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী

কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শেষ হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে অবস্থান করছেন।

সোমবার (১৫ জুলাই) বিকেলে এ দৃশ্য দেখা গেছে।

বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সংঘর্ষে জড়ান কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় দুই পক্ষের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ চলে। এতে বেশ কয়েকজন আহত হন।

এর আগে সরকারি চাকরিতে ‘মুক্তিযোদ্ধা কোটা’ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাবির বিভিন্ন হলে স্লোগান দেন আন্দোলনকারীরা। দুপুর ১২টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তারা দুপুর ১টার দিকে অবস্থান নেওয়া শুরু করেন। সেই কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন।

একই সঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে যুক্ত হয়েছেন ঢাকা মেডিকেলসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে ঢাবির একাত্তর হল ও ইডেন কলেজে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d