খেলা

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলার বাঘিনিরা

ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও নারী দলও পিছিয়ে রয়েছে পরিসংখ্যানের হিসাবে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তানের নারী ক্রিকেট দল। ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের এটি প্রথমটি।

পরিসংখ্যান অনুযায়ী ম্যাচটিতে বেশ পিছিয়ে থাকবে টাইগ্রিসরা।তবে ঘরের মাটিতে বাংলাদেশেরও সুযোগ কম থাকবে না। যদিও এই দুই দলের সবশেষ ম্যাচটি জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। সে হিসাবে এগিয়ে আছে তারা। তবে তার আগের চার ম্যাচের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ।

পাকিস্তান-বাংলাদেশ এই সিরিজে ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৭ ও ২৯ অক্টোবর চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। এরপরে ৪, ৭ ও ১০ নভেম্বরে মিরপুরে হবে তিনটি ওয়ানডে ম্যাচ।

এর আগে দুই তারকা সালমা খাতুন ও জাহানারা আলমকে ছাড়াই টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। জাতীয় দলের জার্সিতে লম্বা সময় ধরেই দলের বাইরে থাকছেন জাহানারা। চলতি বছরের মে মাসে সবশেষ ম্যাচ খেলেছেন তিনি। আর ফর্ম খারাপ থাকায় বাইরে রাখা হয়েছে সালমাকে।

বাংলাদেশের স্কোয়াড- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার, রাবেয়া সুলতানা, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষা ও সাথী রানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d