পাকিস্তানে ঘুমন্ত ৭ নাপিতকে গুলি করে হত্যা
পাকিস্তানে ঘুমন্ত সাতজন নাপিতকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দেশটির বেলুচিস্তানের বন্দরনগরীতে এ ঘটনা ঘটে। জিও নিউজের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
গোয়াদর পুলিশ স্টেশন হাউস অফিসার (এসএইচও) মহসিন আলি জানান, অজ্ঞাত বন্দুকধারীরা সুরবান্দর এলাকার গোয়াদরের ফিশ হারবারের কাছে একটি আবাসিক কোয়ার্টারে নাপিতদের ওপর অতর্কিত গুলি চালান। এতে অন্তত সাত জন নিহত হয়েছেন।
পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, হতাহতরা ওই অঞ্চলে একটি নাপিতের দোকানে কাজ করতেন এবং পাঞ্জাবের খানেওয়াল এলাকার বাসিন্দা ছিলেন। মহসিন আলি জিও নিউজকে বলেছেন, ইতোমধ্যে নিহত সাতজনের লাশ এবং আহত একজনকে গোয়াদর হাসপাতালে নেওয়া হয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং তাদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। সম্প্রতি দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা বেশ বেড়েছে। তবে সবশেষ এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।