আন্তর্জাতিক

পাকিস্তানে বিমান বাহিনীর প্রশিক্ষণ ঘাঁটিতে জঙ্গি হামলা, ৯ জঙ্গি নিহত

মধ্য পাকিস্তান তথা পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোরে চালানো এ হামলায় তিনটি আকাশযান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হামলাকারী ৯ জঙ্গি নিহত হয়েছে।

এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, ঘাঁটিতে ঢোকার আগেই তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে এবং বাকি ছয়জনকে কোনঠাসা করে ফেলা হয়। এ হামলায় তিনটি গ্রাউন্ডেড আকাশযান ও একটি জ্বালানি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও হামলার পরপরই দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল হামলাকারীর সংখ্যা ৬ জন।

‘সেনাদের দ্রুত ও কার্যকর জবাবে (হামলাটি) বানচাল ও ব্যর্থ হয়েছে, এতে লোকজন ও সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে’ বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। তবে এ হামলায় নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়েছে কি না,তারা বিবৃতিতে তা উল্লেখ করেনি বলে জানিয়েছে রয়টার্স।

স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ‘আমি ভোর তিনটার দিকে জেগে বন্দুকের প্রচন্ড গোলাগুলির শব্দ শুনেছি যা প্রায় সকাল ৭টা পর্যন্ত অব্যাহত ছিল।’

ওদিকে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি)। তাদের মুখপাত্রের বরাতে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে টিজেপি।

এ বছরই প্রথম সামনে আসা টিজেপি গোষ্ঠীটি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে সম্প্রতি তারা বড় ধরনের কিছু হামলা পরিচালনা করেছে। গত জুলাইয়ে বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ১২ সেনাকে হত্যা করে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d