পাকিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২০
পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানের দিয়ামের জেলার প্রত্যন্ত অঞ্চলে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে কমপক্ষে ২০ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ মে) পাকিস্তানি পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।
দিয়ামের জেলার উদ্ধারকারী কর্মকর্তা শওকত রিয়াজ বলেছেন, বেসরকারি সংস্থার ওই বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কারাকোরাম হাইওয়ের গুনার ফার্মের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে সিন্ধু নদীর তীরে পড়ে যায় বলে জানান রিয়াজ।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি। রিয়াজ আরও বলেন, আহতদের চিলাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৩৫ জন আহত হলেও, হাসপাতালে ভর্তি করার পর তাদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়।
গিলগিট-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানান, নিহতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারী দল। আহত ব্যক্তি ও মরদেহ চিলাসের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মধ্যে তিনজন নারী রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক। দিয়ামের ডেপুটি কমিশনার ফাইয়াজ আহমেদ জিও নিউজকে জানিয়েছে, আহতদের পাঁচজনের অবস্থা গুরুতর।
তাদের মধ্যে দুজনকে গিলগিট শহরে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। এতে সেনা হেলিকপ্টারও অংশ নিয়েছিল। এছাড়া হতাহতের পরিবারের সঙ্গেও যোগাযোগ সম্পন্ন হয়েছে।
বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।