পাকিস্তান নারী ক্রিকেট দল চরম ব্যাটিং বিপর্যয়ে
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান নারী ক্রিকেট দল। মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানকে ৮২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় স্বাগতিকরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে দারুণ বিপাকে পড়েছে পাকিস্তানের ম্যাচেরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৪ রান। দলীয় ১৮ রানে প্রথম, ২০ রানে দ্বিতীয়, ২৭ রানে তৃতীয় ও ৪২ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা।
এর আগে শনিবার (৪ নভেম্বর) সকালে মিরপুর শেরে-এ বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলার মেয়েরা। পাকিস্তান নারী দলের কাছে মাত্র ৮১ রানেই অলআউট হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে থাকে বাংলাদেশ দল। দলীয় ১৫ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে দল। এরপর দলীয় ২৫ রানে ফিরে যান স্বর্না আক্তারও। এরপর অধিনায়ক জ্যেতিকে নিয়ে লড়াই করতে থাকেন ফাহিমা খাতুন। তবে ব্যক্তিগত ১৪ রান করে ফেরেন জ্যোতি। পরিবর্তীতে রিতু মনিকে নিয়ে এগোতে থাকলেও ব্যর্থ হন ফাহিমা, ফিরে যান ১৮ রান করে।
এরপর রিতু মনিও পারেননি দলের হাল ধরতে। ফিরেছেন ১৪ রান করে। ৬৪ রানে ৭ উইকেট ধুঁকছিল বাংলাদেশ দল। পরবর্তীতে বড় কোনো জুটি আর এগোয়নি বাংলাদেশ দলের হয়ে। দ্রুত বাকি তিন উইকেট পড়ে গেলে ৮১ রানেই অলআউট হয়ে যায় জ্যোতির দল।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাদিয়া ইকবাল এছাড়া ৩ উইকেট নেন নিদা দার।