খেলা

পাকিস্তান সিরিজের ব্যাটিং প্ল্যান কেমন হবে বলতে চান না শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ফরম্যাট বদলে টাইগারদের সামনে এখন চ্যালেঞ্জ লাল বলের ক্রিকেট। আগামী আগস্টে পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। আর সেই সিরিজের ব্যাটিং প্ল্যান নিয়ে এখনই কিছু বলতে চান না অধিনায়ক শান্ত।

আজ (মঙ্গলবার) গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার এই অধিনায়ক। এ সময় পাকিস্তান সিরিজ নিয়ে শান্ত বলছিলেন, ‘ব্যাটিং প্ল্যানিংটা না বলি, ব্যাটিং প্ল্যানিংটা আমাদের মধ্যেই থাক৷ আমার মনে হয় যে এটা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে। তারা খুবই ভালো দল কিন্তু এই ফরম্যাটে আমাদের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমি যদি নাম বলি মুশফিক ভাই, মুমিনুল ভাই আরো বেশ কিছু প্লেয়ার আছে। আমরা যদি আমাদের ওই অভিজ্ঞতাটা দেখাতে পারি ওই শক্তিমত্তা অনুযায়ী খেলতে পারি অবশ্যই এই সিরিজটা ভালো হবে।’

শান্ত জানালেন ভিন্ন ফরম্যাট, নতুন খেলোয়াড়ও আসবে যা সাহায্য করবে ভালো করতে, ‘অবশ্যই এটা শুধু কোনো সিরিজ বা টুর্নামেন্ট ভালো অথবা খারাপ খেলার ক্ষেত্রে না। খারাপ হলেও আমাদের সামনের দিকে যেতে হবে ভালো হলেও ওটা নিয়ে খুব বেশি চিন্তা করে যে..। আমার মনে হয় বর্তমানে থাকাটাই খুব গুরুত্বপূর্ণ এবং সামনে আমাদের কোন সিরিজটা আছে। আমাদের ভিন্ন একটা ফরম্যাটে বেশ কিছু নতুন প্লেয়ার আসবে।’

‘যারা টি-টোয়েন্টি ফরম্যাটে ছিল না, যারা আসবে তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সিরিজের জন্য। অবশ্যই সামনে সিরিজটা আবার নতুন করে শুরু করা। আমরা লাস্ট শ্রীলঙ্কার সাথে শেষ করেছিলাম অনেকদিন পর আবার একটা টেস্ট সিরিজ সামনে। এই সিরিজের আগে সবাই মোটামুটি একটা সময় পাচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য সুতরাং আশা করছি ভালো কিছু হবে।’- আরও যোগ করেন শান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d