চট্টগ্রামনগরজুড়ে

পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানা

চাল রাখার ক্ষেত্রে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় তিন আড়তকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে নগরের পাহাড়তলী বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিন।

তিনি জানান, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ নিশ্চিতে নগরের পাহাড়তলী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের (যুগ্মসচিব) পরিচালক (প্রশাসন ও অর্থ) সত্যকাম সেন, চট্টগ্রাম পাট অধিদফতরের সহকারী পরিচালক ওমর ফারুক তালুকদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

এ সময় আইন অমান্য করে চাল রাখার ক্ষেত্রে পাটের মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় মেসার্স পূবালী স্টোর, মেসার্স আজমির স্টোর ও মেসার্স জাফর অ্যন্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d