পার্বত্য চট্টগ্রাম

পার্বত্যাঞ্চলের অসহায় মানুষের জন্য কাজ করছি

পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মহিলা সংসদ সদস্য জ্বরতি তঞ্চঙ্গ্যা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এমপিদের কিছু বরাদ্দ দিয়েছে সেই বরাদ্দ পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন মহিলা এমপি।

সোমবার (৩ জুন) রাঙামাটি সদর উপজেলার জীবতলী এলাকার অসহায় মানুষদেরকে মহিলা সংসদ আসন ৪৮ সংসদ সদস্য কর্তৃক ২০২৩-২০২৪ অর্থ বৎসরের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণকালে তিনি এই কথা বলেন।

রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান বিতরণকালে রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জীবতলীর ৩২ জনকে ৫ হাজার টাকা করে এবং ১ জনকে ৪ হাজার টাকা মোট ১ লক্ষ ৬৪ হাজার টাকা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d